‘লাভ স্মিথেরই হবে বেশি’

হালের অন্যতম সেরা খেলোয়াড় স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়কও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এ ব্যাটসম্যান। তার মতো খেলোয়াড়ের উপস্থিতিতে নিঃসন্দেহে বিপিএলের জৌলুস যেমন বেড়েছে, তেমনি মানও। কিন্তু কোচ সালাহউদ্দিন বললেন ভিন্ন কথা। বিপিএলে খেলে উল্টো লাভবান হবেন স্মিথই।
Steve Smith
ফাইল ছবি: এএফপি

হালের অন্যতম সেরা খেলোয়াড় স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়কও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন এ ব্যাটসম্যান। তার মতো খেলোয়াড়ের উপস্থিতিতে নিঃসন্দেহে বিপিএলের জৌলুস যেমন বেড়েছে, তেমনি মানও। কিন্তু কোচ সালাহউদ্দিন বললেন ভিন্ন কথা। বিপিএলে খেলে উল্টো লাভবান হবেন স্মিথই।

বল টেম্পারিং কাণ্ডে যুক্ত থাকায় বর্তমানে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ। আগামী মার্চ মাসের শেষ দিকে নিষেধাজ্ঞা শেষ হবে তার। তবে এর আগে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল খেলে নিজেকে তৈরি করতে পারবেন তিনি। বিশেষ করে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় ফেরার পথটা সহজ হবে তার।

আর এ সকল কারণেই স্মিথ বিপিএল খেলে লাভবান হবে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘আমার কাছে মনে হয় দলের তো লাভ হবেই, সঙ্গে তার নিজেরও লাভ হবে। সে আন্তর্জাতিক লেভেলে আসার জন্য ম্যাচ খেলতে পারবে। এটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন আমাদের জন্যও সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলের জন্য সে ভালো খেললে তা আমাদের জন্যই ভালো হবে। আমি আসলে প্রত্যেকটি ক্রিকেটারকে নিয়েই রোমাঞ্চিত, শুধু একজনকে নিয়ে নয়।’

স্মিথ যোগ দেওয়ায় কুমিল্লার শক্তি বেড়েছে অনেকটাই। এ ক্রিকেটার একাই পারেন ম্যাচের ভাগ্য বদলে দিতে। তবে স্মিথের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে ভালো কিছু চান সালাহউদ্দিন, 'স্টিভ স্মিথ আসলেই অনেক ভালো খেলোয়াড়। তবে আমার দলের সবাইকেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্থানীয় ক্রিকেটার এবার যেহেতু সাত জন খেলবে সুতরাং তাদের ভূমিকাটি অনেক বেশি হবে এবং এটি দলের জয় পরাজয়ের ব্যাপারে অনেক নির্ভর করবে। আমি মনে করি স্থানীয় ক্রিকেটাররা ভালো খেললে বিদেশিদের কাজটি কমে যাবে এবং স্থানীয়দের ভালো করা অনেক বেশি জরুরী।'

Comments