‘এমপি মাশরাফি খেলবে বিশ্বকাপ, সাঙ্ঘাতিক ব্যাপার’

Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপের আগ পর্যন্ত কোন কিছুতেই আপস করবেন না। এমন ঘোষণা দিয়েই রাজনীতিতে নেমেছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর নির্বাচন করেছেন। জিতেছেনও। টাইগার অধিনায়ক এখন একজন পার্লামেন্ট সদস্য। আর এই প্রথম কোন পার্লামেন্ট সদস্য খেলবেন বিশ্বকাপে। তাও আবার দলের অধিনায়ক হিসেবেই। রেকর্ডই বটে।

আর এমন রেকর্ডে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ‘এটি তো একটি সাঙ্ঘাতিক ব্যাপার। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনিনি যে একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটা নিয়ে। আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’

রাজনীতিতে নতুন হলেও এ বিষয়ে দারুণ সিরিয়াস মাশরাফি। তবে ক্রিকেটে এর চেয়ে বেশি সিরিয়াস বলে জানালেন পাপন, ‘ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনও সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস আসে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিলো এবং খেলার মধ্যে ছিলো। ও অনেক দেরি করে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনও খেলাটিই তার কাছে বেশি প্রাধান্য পায়।’

তবে আলোচনা হচ্ছে মাঠে এখন কতটুকু দিতে পারবেন মাশরাফি। কারণ তাকে এখন রাজনীতি নিয়েও ভাবতে হচ্ছে। কিন্তু মাশরাফি সর্বোচ্চটা দিতে মন প্রাণ উজাড় করেই খেলবেন বলেই মনে করেন পাপন, ‘জীবন একরকমই থাকবে না, বিশেষ করে ক্রিকেটারদের। পারফর্মেন্স ওঠা নামা করে এবং ও এমন একটি সময়ে এসেছে যখন কিনা প্রায় শেষের দিকে। যেকোনো সময়ে সে অবসরে চলে যেতে পারে। সেদিক থেকে চিন্তা করে আমরা চাই যতদিন সে খেলতে পারে খেলুক। আর তাঁর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন পারফর্মেন্স কি হবে সেটি জানি না, কিন্তু সে যে চেষ্টা করবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ ও হচ্ছে সত্যিকারের একজন যোদ্ধা। ’

চলতি বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের ১২তম আসর। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। বড় কোন দুর্ঘটনা না হলে এ আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন মাশরাফি।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

5h ago