পড়াশোনাতেই ডুবে পূজা চেরি

Puja Cheri
পূজা চেরি। ছবি: স্টার

পূজা চেরি অভিনীত যৌথ প্রযোজনার ছবি 'প্রেম আমার টু' মুক্তি পাবে আগামী কয়েকদিনের মধ্যে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। এতে পূজার বিপরীতে রয়েছেন কলকাতার অদৃত।

২০১৮ সালের আলোচিত নায়িকা পূজা চেরি। ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ নামের দুটি ব্যবসাসফল চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন দর্শকদের। নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে আবার তাকে দেখা যাবে সিয়ামের বিপরীতে। সঙ্গে থাকবেন রোশান।

এদিকে, পূজা বর্তমানে ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়ে। সামনে তার এসএসসি পরীক্ষা। আপাতত তিনি পড়াশোনাতেই ডুবে আছেন। পরীক্ষা শেষ করেই নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত হবেন।

পূজা চেরি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্তমানে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। কেননা, সামনে আমার এসএসসি পরীক্ষা। সবকিছু এখন পড়াশোনা ঘিরে। তাই এখন সব শুটিং বন্ধ। পরীক্ষার পর আবার নিয়মিত হবো।”

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

39m ago