বিপিএলের মান বাড়াতে ভালো উইকেট চান মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বেশ বড় বড় নামই যুক্ত হয়েছে। প্রথমবারের মতো এ আসরে খেলতে আসছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়েরা। তাতে টুর্নামেন্টের জৌলুস নিঃসন্দেহে অনেক বেড়েছে। কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন ভিন্ন কথা। মান বাড়াতে হলে উইকেটকে আরও উন্নত করতে হবে বলে মনে করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা চার ছক্কার খেলা। গাঁটের পয়সা খরচ করে মানুষ আগ্রাসী ব্যাটিং দেখতে আসে। কিন্তু বিপিএলে এটা যেন অনেকটাই অনুপস্থিত। এর অন্যতম কারণ উইকেট। বিশেষ করে মিরপুরের উইকেটে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয় নামীদামী ব্যাটসম্যানদেরও। তাই উইকেট উন্নত করার দিকে মনযোগী হতে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন মাশরাফি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমীতে এদিন অনুশীলন শেষে মাশরাফি বললেন, ‘এমনি যদি আপনি টুর্নামেন্টের শক্তিমত্তা দেখেন হয়তো বা আমাদের উইকেটগুলা ওইরকম সমর্থন করে না, অনেক সময়। তো এইটা একটা কারণ। কারণ মানুষ চায় যে বড় রান দেখতে। ১৮০,১৯০ বা ২০০ রান হলে চেজ হচ্ছে তখন টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা অনিবার্য। উইকেট একটা ম্যাটার। চট্টগ্রাম খেলা হলে দেখবেন ব্যাটসম্যান, বোলার সবাই উপভোগ করে।ওই চ্যালেঞ্জটা থাকে।’
উইকেটকে বেশি প্রাধান্য দিলেও স্মিথ, ওয়ার্নার, ডি ভিলিয়ার্সদের আসায় বিপিএলের মান বাড়বে এটা মানছেন মাশরাফি, ‘এবার কিছু ভালো খেলোয়াড় এসেছে। আগেরবার যারা এসেছে তার থেকে কোয়ালিটি এবং বিশ্বক্রিকেটের সাম্প্রতিক সময়ে ছন্দেও আছে। তো হয়তো বা টুর্নামেন্টের গ্রাফটা ওপরের দিকে যাবে আশা করছি।’
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের কথা বিবেচনা করলে নিঃসন্দেহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সবার চেয়ে এগিয়ে। এরপরই আসে বিগ ব্যাশের নাম। তবে চলতি আসরে মানসম্পন্ন খেলোয়াড় আসায় বিপিএল বেশ গুরুত্ব পাচ্ছে। একই সময়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ আয়োজন হলেও নজরটা বিপিএলেই এবার বেশি। তাই এর সঙ্গে ভালো উইকেটে খেলা হলে নজরটা ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করেন মাশরাফি।
Comments