সাকিবকে চড়া মেজাজের অধিনায়ক বললেন রাসেল
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান গত দুই আসর ধরেই নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ডায়নামাইটসের। আর সে দুই আসরেই দলটিতে খেলেছেন উইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল। তাই সাকিবের নেতৃত্ব সম্পর্কে খুব ভালো করেই জানেন এ ক্যারিবিয়ান। তবে তার উচ্ছ্বসিত প্রশংসা করে চড়া মেজাজের অধিনায়কও বললেন তিনি।
শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) নয়, একই সঙ্গে খেলেছেন তারা আইপিএল ও সিপিএলেও। তাই কাছ থেকেই দেখেছেন সাকিবকে। সতীর্থ হিসেবেও সাকিবের প্রশংসা ঝরে রাসেলের কণ্ঠে, ‘সাকিব দারুণ একজন অধিনায়ক। আমি তার সঙ্গে কেকেআর ও জ্যামাইকা তালাওয়াহসে খেলেছি। সে কঠোর মানসিকতায় খেলে এবং কিছু সময় চড়া মেজাজে থাকে আর এটাই একজন অধিনায়কের মনোভাব হয়ে থাকে।’
‘আমরা সবাই পেশাদার এবং আমরা যখনই ব্যাটে কিংবা বলে কোন ভুল করব- যেমন বাজে শট খেলার মতো কিছু করব তখন অধিনায়কের প্রতিক্রিয়া কঠোরই হয়ে যাবে। আমরা শুধু চেষ্টা করব যেন সবকিছু সহজতর হয়ে ওঠে। অধিনায়ক হিসেবে আমি জানি সে নিজের সর্বোচ্চ দিয়েই দলকে নেতৃত্ব দেবে। ’ – যোগ করে আরও বলেন রাসেল।
গত দুই আসরের মতো এবারও দারুণ দল গড়েছে ডায়নামাইটস। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যও দারুণ। এখন মাঠে নিজেদের সেরাটা নিশ্চিত করতে চান রাসেল, ‘আমরা ভাল দল। স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে আমাদের ভাল অভিজ্ঞ খেলোয়াড় আছে। সুতরাং দিনশেষে আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে আমরা অভিজ্ঞতাটার সদ্ব্যবহার করতে পারছি কিনা এবং অভিজ্ঞতাগুলোর সঠিক প্রয়োগ মাঠে করে বের হয়ে আসতে পারছি কিনা।’
চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হলেও গত আসরে আশানুরূপ খেলতে পারেনি ডায়নামাইটস। ফাইনালে রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি তারা। তবে নতুন আসরে ভালো করবেন বলেই আশা করছেন রাসেল, ‘আমাদের প্রত্যাশা এখনও জেতার। এবার নতুনদের সমন্বয়ও ভালো। অনেকের সঙ্গে আগেও খেলেছি। নতুন টুর্নামেন্ট এবং নতুন বছর, তাই আমাদের একেবারে প্রথমে ঠিকঠাক মতোই শুরু করতে হবে এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে।’
Comments