জনগণকে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: ফখরুল
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৫ জানুয়ারি) কুমিল্লার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সামনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “জনগণের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করা।”
গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণচরে ‘গণধর্ষণের’ শিকার হওয়া নারীকে দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল।
নোয়াখালীর ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে এবং পরে সারাদেশে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে এই ঘটনা তার একটি উদাহরণ।”
তিনি আরও বলেন, “ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রশাসন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগের সহিংসতা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী সহিংসতার মধ্য দিয়ে আজ গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির নৈরাজ্য সৃষ্টি করেছে।”
Comments