রাঙ্গাকে বিরোধী দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত এরশাদের
জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ মশিউর রহমান রাঙ্গাকে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রাঙ্গাকে চিফ হুইপ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জাতীয় পার্টি সরকারে যোগ দেবে নাকি বিরোধী দলের ভূমিকায় থাকবে এ নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল তারা সরকারে যোগ দিতে যাচ্ছেন। আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন—দলটির কো চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার এই কথাই বলেছিলেন। এর একদিন বাদেই এই ঘোষণা পাল্টে দিয়ে এরশাদ বলেন যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে। এমনকি এবার তাদের কোনো এমপি মন্ত্রিসভায় যোগ দেবে না বলেও ঘোষণা করেছেন তিনি।
এরশাদ আরও জানিয়েছেন, সংসদে তিনি এবার বিরোধী দলের নেতা এবং তার ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বিরোধী দলীয় উপ-নেতা হবেন। গতকাল অনেকটা আকস্মিকভাবেই গণমাধ্যমের উদ্দেশে বিবৃতি দিয়ে এই ঘোষণা দিয়েছেন এরশাদ।
Comments