সংসদে যোগ দিতে পারেন গণফোরামের দুজন
গণফোরামের নির্বাচিত দুজন প্রার্থী শপথ নিয়ে একাদশ জাতীয় সংসদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দলের বর্ধিত সভার বৈঠকের পর ড. কামাল সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা জানান।
বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দলের জোট জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন বর্জন করেছি। কিন্তু এমন নির্বাচনের মধ্য দিয়েও যে আমাদের দুজন প্রতিযোগিতায় জিতেছেন সেটি তাদের বড় অর্জন। তাই আমরা তাদেরকে সংসদে পাঠানোর ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছি।
তবে এরই মধ্যে সংসদে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দলের নির্বাচিতরা কেউ শপথ নিবে না ঘোষণা দিয়ে নতুন নির্বাচনেরও দাবি তুলেছেন তিনি। এই অবস্থায় ড. কামাল মনে করছেন, তাদের দুজন সংসদে যোগ দিলেও এ নিয়ে জোটের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। তিনি বলেছেন, শপথ নিয়ে তারা (দুজন) সংসদে গিয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। তবে সরকারের ওপর চাপ তৈরিতে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকবে সে কথাও জোর দিয়েই বলেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে গণফোরাম সভাপতি বলেন, ভোট জালিয়াতির শক্ত প্রমাণ হাজির করতে পারলে তারা সেটা নিয়ে আদালতে যাওয়ার কথাও বিবেচনা করছেন।
Comments