ক্রিজে গিয়ে কেবল ছক্কা মারতে চান জাজাই

Hazratullah Zazai
৭৮ রানের বিস্ফোরক ইনিংসের পথ জাজাই। ছবি: ফিরোজ আহমেদ

কদিন আগে আফগানিস্তান প্রিমিয়ার লিগে বিস্ফোরক ব্যাটিং করে আলোচনায় এসেছিলেন হজরতুল্লাহ জাজাই। অমন ব্যাটিং দেখেই তাকে দলে ভিড়িয়েছিল বিপিএলের ফেভারিট ঢাকা ডায়নামাইটস। বিপিএলে প্রথমবার নেমেই দেখিয়েছেন নিজের সহজাত ব্যাটিং। কঠিন পিচে ঝড় তুলে হয়েছেন ম্যাচ সেরা। আফগানিস্তানের এই তরুণের একটাই ফরমুলা- ‘ক্রিজে যাও আর ছক্কা মার।’

শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে ঢাকার ১৮৯ রানের সংগ্রহে সবচেয়ে বড় অবদান জাজাইর। ৪১ বলের ইনিংসে ৭ ছক্কায় করেছেন ৭৮ রান। দলও জিতেছে অনায়াসে। আফগানিস্তান প্রিমিয়ার লিগে তার ১২ বলে ফিফটিও আছে, ওই টুর্নামেন্টে ৫৫ বলে ১২৪ রানের ইনিংসও খেলেছিলেন। সবগুলো ইনিংসেই তাকে দেখা গেছে ছক্কার তাণ্ডব তুলতে।

ম্যাচ শেষে জানালেন এমন ব্যাটিংয়ে তার সহজ ফরমুলা, সাত পাঁচ না ভেবেই ক্রিজে গিয়ে কেবল ছক্কা মারতে চান তিনি। অনুশীলনেও চলে তার এর কসরত, ‘কোনো রহস্য নেই (বিস্ফোরক ব্যাটিংয়ের)। আমি কেবল নিজের বিশ্বাস রাখি, নিজের শটের পর আস্থা থাকে। অনুশীলনে আমি সবসময় ছক্কা মারার অনুশীলনই করি। আজ কোচ ও অধিনায়ক আমাকে যে পরিকল্পনার কথা বলেছিলেন, আমি সেটিই করার চেষ্টা করেছি। আমাকে স্বাধীনতা দিয়েছিলেন নিজের মতো খেলতে।’

তবে ছক্কা মারলেই তো হবে না। মিরপুরের পিচে হুটহাট ছক্কা মারতে গেলে পেতে হতে পারে অক্কাও। জাজাই বললেন দারুণ ছন্দে থাকাই বিরূপ পিচেও তাকে টলাতে পারেনি, ‘উইকেট সহজ ছিল না। বেশ কঠিন ছিল। তবে আমি ভালো ফর্মে আছি, তাই যে কোনো পিচেই ছক্কা মারতে পারি।’

বিশ্ব ক্রিকেটে এখনো ওইভাবে পা রাখেননি। ব্যাটিংয়ের ধরণের কারণে ক্রিস গেইলকে আদর্শ মানা জাজাই জানেন তার দুর্বলতা খুঁজতে ঠিকই ল্যাপটপ খুলে বসবেন বোলাররা। আর সেটার জন্য এই বাঁহাতিও তৈরি রাখতে চান নিজেকে, ‘বোলাররা অবশ্যই আমার দুর্বলতা বের করার চেষ্টা করবে। আমিও কাজ করে যাব। ক্রিকেটে সবসময়ই শিখতে হয়। আমি চেষ্টা করব শেখার।’

ঘরোয়া ক্রিকেট দিয়ে আলোতে এলেও আফগানিস্তানের ওয়ানডে দলে জায়গা পাকা হয়নি তার, খেলেছেন কেবল ২ ওয়ানডে। তাই জাজাইর লক্ষ্য বিপিএলে বাজিমাত করে খেলবেন বিশ্বকাপে, ‘ আমি ওয়ানডে দলে ঢুকতে চেষ্টা করছি। আশায় আছি বিশ্বকাপ খেলব।’

 

Comments

The Daily Star  | English

Israeli strike hits military base south of Tehran

An Israeli attack on Saturday in Iran's west killed at least five army personnel and wounded nine others, Iranian media reported

55m ago