আসছেন কলকাতার ২ শেফ!
কলকাতার নতুন দুই শেফের আগমন হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কেনো না সেদিন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ছবি ‘আহা রে’।
রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে শুভ’র বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের দুজনকেই দেখা যাবে শেফের চরিত্রে।
সম্প্রতি, কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে ছবির টিজার প্রকাশের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জন ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
এছাড়াও আরিফিন শুভ অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ফয়সাল আহমেদ।
Comments