আফগানিস্তানে সোনার খনি ধসে নিহত ৩০
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনি ধসে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির বাদাকশান প্রদেশে কোহিস্তান জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।
বিবিসির খবরে জানানো হয়, সোনার খোঁজে গ্রামবাসীরা নদীর তলদেশে ২২০ ফুট গভীর একটি সুড়ঙ্গ খুঁড়েছিলেন বলে জানা যাচ্ছে। অস্থায়ী এই সুড়ঙ্গ ধসেই প্রাণহানি হয়েছে।
আফগানিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দেশটির অনেক খনিই ঝুঁকিপূর্ণ। নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানি হয় এসব খনিতে। সেই সঙ্গে তালেবানের সঙ্গে বিরোধের কারণে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হচ্ছে না।
খবরে জানানো হয়, গ্রামবাসীরা একটি এক্সকাভেটর ব্যবহার করে খনন চালাচ্ছিলেন। ঠিক তখনই সুড়ঙ্গটিতে ধস নামে। এতে আরও অন্তত সাত জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কোহিস্তান জেলার প্রধান রোস্তম রাঘি বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনই প্রথম উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু তারা মাত্র ১৩ জনকে জীবিত উদ্ধারে সমর্থ হন। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত কয়েক দশক ধরেই গ্রামবাসীরা সনাতন পদ্ধতিতে এই কাজ করছেন। তাদের কর্মকাণ্ডে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
Comments