আজও কেন খেললেন না গেইল?

ছবি: সংগ্রহ

গত আসরে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের ব্যাটেই শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। তাই ৩৯ বছর বয়সী এ তারকাকে এবারও ধরে রেখেছিল দলটি। আগের দিন উদ্বোধনী ম্যাচের আগেই ঢাকায় পা রাখেন। কিন্তু তারপরও ম্যাচে দেখা যায়নি তাকে। মূলত অনাপত্তি পত্র পাননি বলেই টানা দুই ম্যাচেই দর্শক হয়ে রইলেন এ ক্যারিবিয়ান।

অনেকেই ভেবেছিলেন ভ্রমণক্লান্তির কারণেই হয়তো প্রথম ম্যাচে খেলেননি গেইল। তাই দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে তাকে অবশ্যই দেখা যাবে। গত আসরে এলিমিনেটর রাউন্ডের ম্যাচে ১২৬ রানের দানবীয় এক ইনিংস খেলেছিলেন তিনি। আবারো এমনই একটি ঝড়ো ইনিংস দেখার প্রত্যাশায় ছিলেন ভক্তরা। কিন্তু এদিনও হতাশ হতে হয়েছে তাদের।

তবে কারণটা জানা গেল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। গেইলের না খেলার কারণ ব্যাখ্যা করে রংপুর মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক বললেন, ‘উইন্ডিজে আজ রোববার, মানে ওদের সাপ্তাহিক ছুটির দিন। তাই এদিন ছাড়পত্রের ব্যবস্থা করতে পারেননি  তিনি। আমাদের এখানে যখন খেলা শুরু হয় তখন মধ্যরাত। তবে আমরা সন্ধ্যা ৭টার দিকে এটা পেতে পারতাম। কিন্তু বিপিএলের নিয়ম হচ্ছে ম্যাচের আগেই ছাড়পত্র জমা দিতে হবে।’

আগামী মঙ্গলবার হেভিওয়েট ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। সে ম্যাচে ঠিকই খেলবেন গেইল। কারণ এর মধ্যেই তিনি অনাপত্তি পত্র পেয়েছেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago