অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ইতিহাস

India Test Team
বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে ভারতের উল্লাস। ছবি: রয়টার্স

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। সাম্প্রতিক ফর্ম, দলের পরিস্থিতি বিচারে স্বাগতিকদের থেকে নামেভারে অনেকখানি এগিয়েছিল বিরাট কোহলির দল। সেই তকমার মানও রেখেছে তারা। প্রথম ভারতীয় দল তো বটেই উপমহাদেশের প্রথম হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে কোহলিরা।

সিডনিতে সিরিজের শেষ টেস্টের আগে ২-১ ব্যবধানে এগিয়েছিল ভারত। এই টেস্ট ড্র করলেই তাই চলত। তবে ভারত এই টেস্টেও ছিল দাপুটে পজিশনে। বৃষ্টির কারণে কয়েক দফায় খেলা বন্ধ থাকার জেরে টেস্ট ড্রই হয়েছে। তাতে ২-১ ব্যবধানেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে ভারতের।

গত ৭১ বছরে কপিল দেব, মোহাম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়রা চেষ্টা চালিয়েছেন। সৌরভ গাঙুলি চলে গিয়েছিলেন খুব কাছে। তবু অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার বিজয় কেতন উড়ানো হচ্ছিল না ভারতের। এবার বিরাট কোহলির হাত ধরে এলো তা।

সিডনিতে ভারতের ৬২২ রানের জবাবে ৩০০ রান করে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংস ৬ রান তুলার পর আর খেলা সম্ভব হয়নি। ড্র মেনে নেয় দুদল।

ভারতকে সিরিজ জেতানোর সবচেয়ে বড় নায়ক টপ অর্ডার ব্যাটসম্যান চেতশ্বর পূজারা। পুরো সিরিজে তিন সেঞ্চুরি করে হয়েছেন সিরিজ সেরা। জাসপ্রিন্ট বোমরাহ, মোহাম্মদ শামিরা পেসের ঝাঁজ দেখিয়ে কেড়েছেন আলো। বরাবরের মতই অধিনায়ক কোহলি রেখেছেন অবদান। তাতেই সিরিজ জেতা সহজ হয়েছে টেস্টে শীর্ষ দলটির।

অ্যাডিলেডে প্রথম টেস্ট ভারত জিতেছিল ৩১ রানে। পার্থে ১৪৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় টিম পেইনের দল। মেলবোর্নে বক্স-ডে টেস্টে অসীদের ধসিয়ে ভারত জিতে নেয় ১৩৭ রানে। সিডনিতে শেষ টেস্ট ড্র হওয়ায় ট্রফি উঁচিয়ে উল্লাস করেছে ভারতীয়রা।

 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago