৫ ঘণ্টা পর সচল বিমানবন্দর সড়ক, বাসে আগুন
প্রায় ৫ ঘণ্টা পর সচল হয়েছে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়ক। আজ (৭ জানুয়ারি) সকালে দ্বিতীয় দিনের মতো অবরোধের পর তা দুপুরে তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী জানান, দুপুর ১টা ২০ মিনিটে সেখানে এনা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন উত্তরায় জসীম উদ্দীন অ্যাভিনিউ থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে পোশাক শ্রমিকরা অবস্থান নেন।
এর আগে, ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্টে দেখা যায়- পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন অ্যাভিনিউ এ লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন।
Comments