খালেদাকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা চলছে: রিজভী
দুর্নীতি মামলার রায়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মাধ্যমে খালেদা জিয়াকে আইনসংগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
আজ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রিজভী বলেন, প্রায় তিন সপ্তাহ থেকে খালেদা জিয়ার সাথে তার নিকটাত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না। বিশাল লাল দেয়ালের মধ্যে খালেদা জিয়াকে অন্তরীণ রেখে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার পাঁয়তারা চলছে।
রিজভীর ভাষ্য, কারাবিধানেই রয়েছে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিতে হবে। এর পেছনে সরকারের কোনো নতুন কোনো খারাপ পরিকল্পনা থাকতে পারে—এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পৃথিবীর কোনো নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশেও বন্দীদের সঙ্গে এরূপ দুর্ব্যবহার করা হয় না, যা করা হচ্ছে খালেদা জিয়ার ওপর। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব, আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দ সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরও কারাকর্তৃপক্ষ কর্ণপাতই করছে না। কারাবিধি অনুযায়ী ৭ দিন পরপর বন্দীদের সাথে সাক্ষাতের নিয়ম। অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারাকর্তৃপক্ষ অগ্রাহ্য করছে।
অবিলম্বে দলের প্রধানের সঙ্গে দেখা করার অনুমতির দাবি জানিয়ে তিনি বলেন, “খালেদা জিয়াকে তার নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করতে না দেয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন।”
Comments