নোয়াখালীতে ‘গণধর্ষণ’: ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালীর সুবর্ণচরে ‘গণধর্ষণ’ মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
rape logo
প্রতীকীচিত্র: স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে ‘গণধর্ষণ’ মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের বরাত দিয়ে গতকাল (৭ জানুয়ারি) আমাদের নোয়াখালী সংবাদদাতা জানান যে আমলী আদালত-২ এর বিচারক নবনীতা গুহের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সালাহউদ্দিন এবং আবুল।

মামলার নবম অভিযুক্ত সালাহউদ্দিনকে ৬ জানুয়ারি ফেনী সদরের সুলতানপুর এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। ধর্ষণের শিকার নারীর স্বামী মামলা দায়েরের পর এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষে ভোট দেওয়ার কারণে’ নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে ‘গণধর্ষণ’ করা হয়।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় ৪ সন্তানের মাকে ‘আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণ’

আরও পড়ুন: নোয়াখালীতে ‘গণধর্ষণ’: ‘নির্দেশদাতাকে’ বাদ দিয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন: নোয়াখালীতে ‘গণধর্ষণ’: রুহুল আমীনকে আ. লীগ থেকে বহিষ্কার

Comments