‘পুলিশ আমাকে লোহার রড দিয়ে পিটিয়েছে’
তৈরি-পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আমাদের জেলা সংবাদদাতা জানান যে আহত সাংবাদিকের নাম মনিরুল ইসলাম। তিনি সময় টেলিভিশনের গাজীপুর সংবাদদাতা।
আহত মুনিরুল বলেন, “আমি সময় টেলিভিশনের সাংবাদিক- এ কথা বার বার বলার পরও পুলিশ সাইনবোর্ড এলাকায় আমাকে লোহার রড দিয়ে পিটিয়েছে।”
দুপুর পৌনে ১টার দিকে এই প্রতিবেদন লেখার সময় মনিরুলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সাভার এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের প্রেক্ষিতে আজ সকাল ৯টা থেকে ১১টার সময় মহাসড়কের বিভিন্নস্থানে অবরোধ করা হয়।
“আমরা কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি,” যোগ করেন রফিকুল।
Comments