গ্যালারি কেন ফাঁকা, ব্যাখ্যা দিলেন মুশফিক
চতুর্থ দিনের মতো চলছে বিপিএলের খেলা। দেশি তারকারা তো আছেনই। খেলছেন ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্ব তারকারাও। তবু দর্শকদের যেন তেমন আগ্রহ নেই। এখন পর্যন্ত একদিনও গ্যালারি ভরপুর হয়নি। বুধবার চিটাগাং ভাইকিংস-সিলেট সিক্সার্সের খেলা হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে। খেলা দেখতে মাঠে কেন আসছে না মানুষ, তার একটা কারণ খুঁজে পেয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।
৫ জানুয়ারি শুরু হয়েছে এবারের বিপিএল। প্রথমদিন শনিবার হওয়ায় ছিল আংশিক ছুটির দিন। সেদিনও গ্যালারিতে দেখা যায়নি জম্পেশ অবস্থা। এরপর থেকে তো বাকি তিন দিনে ক্রমাগত কমছে দর্শক। বুধবার দেখা গেল সবচেয়ে কম মানুষ এসেছেন খেলা দেখতে। সব গ্যালারি মিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শকের সংখ্যা হতে পারে বড়জোর হাজার তিনেক।
মুশফিকের কাছে গ্যালারির এই ভাটার প্রথম কারণ হিসেবে মুশফিকের মনে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ফাঁকা গ্যালারির কথা শুনেই তাই চট করে বললেন, ‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। এখন মোবাইলে লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। এই কারণেও হতে পারে।’
মুশফিকের দেওয়া পরের কারণ অবশ্য বেশ মজার, ‘আর সারা বছর এত আন্তর্জাতিক খেলা এত হয় যে দর্শকরা ভাবে এখন একটু বিশ্রাম নেই পরে আন্তর্জাতিক খেলা হলে দেখব।’
তবে কারণ জানিয়েই দর্শকদের মাঠে আসার আহবান জানিয়েছেন মুশফিক, ‘আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব এত বড় বড় ক্রিকেটাররা আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন।’
Comments