বিপিএলের ম্যাচ শুরুর সময় বদল
প্রতিদিন দুই ম্যাচ করে হওয়া বিপিএলের ম্যাচ শুরুর সময়সূচিতে বদল আনা হয়েছে। শনিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ি মাঠে গড়াবে খেলা।
৫ জানুয়ারি থেকে শুরু টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচ সাড়ে বারোটায় এবং পরের ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হয়ে আসছিল। এবার সেই সময় পিছিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা। শনিবার (১২ জানুয়ারি) থেকে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। পরের ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
তবে শুক্রবারের খেলা আগের মতই থাকছে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায়।
তারিখ |
ভেন্যু |
দিনের খেলা |
রাতের খেলা |
জানুয়ারি ০৫, ২০১৯ |
ঢাকা |
রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস |
ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ০৬, ২০১৯ |
ঢাকা |
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনা্ম সিলেট সিক্সার্স |
খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ০৮, ২০১৯ |
ঢাকা |
ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস |
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ০৯, ২০১৯ |
ঢাকা |
সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস |
খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ১১, ২০১৯ |
ঢাকা |
ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স |
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ১২, ২০১৯ |
ঢাকা |
চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস |
ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স |
জানুয়ারি ১৩, ২০১৯ |
ঢাকা |
রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস |
চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ১৫, ২০১৯ |
সিলেট |
খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস |
সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ১৬, ২০১৯ |
সিলেট |
ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস |
সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ১৮, ২০১৯ |
সিলেট |
সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস |
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইটানস |
জানুয়ারি ১৯, ২০১৯ |
সিলেট |
সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স |
চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস |
জানুয়ারি ২১, ২০১৯ |
ঢাকা |
কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস |
ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস |
জানুয়ারি ২২, ২০১৯ |
ঢাকা |
খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স |
ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ২৩, ২০১৯ |
ঢাকা |
চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস |
খুলনা টাইটানস বনাম সিলেট সিক্সার্স |
জানুয়ারি ২৫, ২০১৯ |
চট্টগ্রাম |
সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস |
চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ২৬, ২০১৯ |
চট্টগ্রাম |
সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস |
চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ২৮, ২০১৯ |
চট্টগ্রাম |
খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ২৯, ২০১৯ |
চট্টগ্রাম |
চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ৩০, ২০১৯ |
চট্টগ্রাম |
চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস |
সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস |
ফেব্রুয়ারি ০১, ২০১৯ |
ঢাকা |
ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স |
ফেব্রুয়ারি ০২, ২০১৯ |
ঢাকা |
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস |
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ |
ঢাকা |
এলিমেনেটর (৩য় বনাম ৪র্থ) |
প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয়) |
ফেব্রুয়ারি ৬, ২০১৯ |
ঢাকা |
|
দ্বিতীয় কোয়ালিফায়ার (পরাজিত দল ৪৪ বনাম জয়ী দল ৪৩) |
ফেব্রুয়ারি ৮, ২০১৯ |
ঢাকা |
|
ফাইনাল |
ফেব্রুয়ারি ৯, ২০১৮ |
ঢাকা |
|
ফাইনালের রিজার্ভ দিন |
Comments