‘বিপিএলে খেললে আরও ভালো ক্রিকেটার হবে ইংলিশরা’
উপমহাদেশে বরাবরই কঠিন সংগ্রাম করতে হয় ইংল্যান্ডের ক্রিকেটারদের। এখানকার কন্ডিশন ও উইকেট হয়ে যায় ভোগান্তির অন্যতম কারণ। তাই এ পরিবেশের খেলার অভিজ্ঞতা অর্জন করতে ইংলিশ তরুণ ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার আহ্বান জানালেন সাবেক ইংলিশ তারকা ইয়ান বেল। তার বিশ্বাস এ লিগে খেললে তারা আরও ভালো ক্রিকেটার হতে পারবেন তারা।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মানা হয় বিপিএলকে। আইপিএলের পরই এটাকে স্থান দিয়ে থাকেন অনেকেই। যদিও এর বিপক্ষেও অনেক মতবাদ রয়েছে। তবে উপমহাদেশের উইকেটে কিভাবে খেলতে হয় তা বুঝে নেওয়ার জন্য আদর্শ টুর্নামেন্ট বলে মনে করেন বেল। পাশাপাশি সাকিব আল হাসানদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতাও অর্জন হবে বলেও জানান তিনি।
এক সময়ের নিয়মিত জাতীয় দলের সদস্য বেল পৌঁছেছেন ক্যারিয়ারের শেষ সময়ে। জাতীয় দলে না খেললেও এখনও দারুণ ছন্দে আছেন। শেষ সময়ে বিপিএলে খেলতে এসেও দারুণ উচ্ছ্বসিত বেল, ‘আমার বয়সটা একটু বেশি তবে এ বয়সে খেলতে আসাও দারুণ। তবে তরুণ ইংলিশ খেলোয়াড়রা যদি এখানে সাকিবদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে খেলে তাহলে দারুণ অভিজ্ঞতা হবে। যখন তারা ঘরে ফিরে যাবে, তখন তারা আরও ভালো খেলোয়াড়ে পরিণত হবে।’
কেন বিপিএলে খেললে ইংলিশরা আরও উন্নত হবেন তার যুক্তিও দেন বেল, ‘ইংলিশ ক্রিকেটের দিকে থেকে এ কন্ডিশনে খেলার জন্য এটা (বিপিএল) দারুণ। ঘরে সাদা বলের ক্রিকেটকে আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি। যতো বেশি এখানে এসে খেলা যাবে ততো বেশি পরিবেশের সাথে মানিয়ে নেওয়া যাবে। ভিন্ন পরিবেশে ভিন্ন টুর্নামেন্টের চ্যালেঞ্জ নেওয়া দারুণ ব্যাপার।’
ঢাকা ডায়নামাইটস দুটি ম্যাচ খেললেও একাদশে জায়গা হয়নি বেলের। তারপরও দারুণ উপভোগ করছেন তিনি। আগামীতে সুযোগ পাবেন বলে আশাবাদী এ ইংলিশ তারকা, ‘আমি এখানে অনেক উপভোগ করছি। গত সপ্তাহটা দারুণ কেটেছে। ভালো ক্রিকেট খেলে আমরা দারুণ সূচনাও পেয়েছি। দুটি জয়, দুটিই দারুণ ছিল। আমি খুবই উপভোগ করেছি। আশা করি আমি কোন এক সময়ে আমিও ম্যাচ খেলার সুযোগ পাবো তবে এটা আমাদের জন্য খুবই শক্তিশালী সূচনা। দারুণ মজার ব্যাপারও।'
Comments