চলে যাচ্ছেন স্মিথ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার বেশ কিছু নামীদামী খেলোয়াড়ই যুক্ত হয়েছিল। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ তাদের মধ্যে অন্যতম। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম দুই ম্যাচ খেলেছেন স্মিথ, করছেন অধিনায়কত্বও। কিন্তু চোটের কারণে আসরের মাঝ পথেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। 

গুঞ্জনটা আগেই ছিল। কারণ গত কয়েক দিন অনুশীলন করেননি স্মিথ। দলের সঙ্গে আসলেও কেবল রানিং করেই মাঠ ছেড়ে যান। এ প্রসঙ্গে কোচ সালাহউদ্দিনের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন জানিয়েছেন চোটে পড়েছেন স্মিথ। এমনকি আজ (বৃহস্পতিবার) রাতেই ফিরছেন অস্ট্রেলিয়ায়। তবে সেখানে গিয়ে এমআরআই রিপোর্ট ভালো হলে ফিরবেন দ্রুতই। তবে ফিরে এলেও অন্তত পরের দুই ম্যাচে তাকে পাবে না কুমিল্লা। 

ডান হাতের কনুইতে চোট আগেই ছিল স্মিথের। সমস্যা হলো গত কয়েক দিন থেকেই ব্যথাটা বেড়েছে। আগের ম্যাচেও হালকা ব্যাথা নিয়ে খেলেছেন। তবে ব্যথা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ রাত সাড়ে ১০টায় ঢাকা ছাড়বেন স্মিথ।

দেশে ফিরে নিজস্ব চিকিৎসককে দেখাবেন, করাবেন এমআরআই। এরপর যদি ইতিবাচক ফলাফল পান তাহলে আবারো বিপিএলে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন নয়ন। আর তাহলেও কমপক্ষে দুই ম্যাচ অধিনায়ককে পাচ্ছে না কুমিল্লা। 

শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে নামবে কুমিল্লা, রোববার পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। স্মিথ না থাকলে এই দুই ম্যাচে সহ-অধিনায়ক ইমরুল কায়েস নেতৃত্বে আসতে পারেন। 

বল টেম্পারিংয়ের ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট ও অস্ট্রেলিয়ার ঘরোয়া অঙ্গনে নিষিদ্ধ আছেন স্মিথ। আইসিসি থেকে স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করা হলেও নিজ ক্রিকেট বোর্ড থেকে কঠোর শাস্তি পেয়েছেন তিনি। আগামী মার্চেই শেষ হচ্ছে এ নিষেধাজ্ঞা। তাই আন্তর্জাতিক ম্যাচে ফেরার আগে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার সুযোগটা কাজে লাগাতে চাইছেন এ অসি।

আসরে প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের সঙ্গে ১৬ রান করলেও পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। 

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago