নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গত ৩১ ডিসেম্বর গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত ওই ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাকির হোসেনের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হেনজু মাঝি (২৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন জানান, আজ (১১ জানুয়ারি) ভোর রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি হেনজু মাঝিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
তিনি বলেন, “অন্য আসামিদের তথ্যের ভিত্তিতে হেনজুকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ওই ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল।”
এর আগে, চাঞ্চল্যকর ওই মামলায় গ্রেপ্তারকৃত ১০ আসামির মধ্য ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চার সন্তানের জননী ৩৫ বছরের ওই নারী গত ৩১ ডিসেম্বর অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগ নেতা (সদ্য বহিষ্কৃত) রুহুল আমীনের নির্দেশে তার ১০ থেকে ১২ জন সহযোগী তাকে ধর্ষণ করে।
Comments