অস্ত্রোপচারই লাগছে স্মিথের, ফিরছেন না বিপিএলে
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। ছুরিকাঁচির নিচেই যেতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে। ডান হাতের কনুইয়ের লিগামেন্ট ঠিক করতে দুই এক দিনের মধ্যেই অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। তাতে কমপক্ষে ছয় সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আর খেলা হচ্ছে না অধিনায়কের।
ডান হাতের কনুইতে ব্যথা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতেই ঢাকা ছেড়েছিলেন স্মিথ। দেশে ফিরে দেখান নিজস্ব চিকিৎসককে। করান এমআরআই। আশা করেছিলেন ইতিবাচক ফল এলে আবারও ফিরে আসবেন বিপিএলে। কিন্তু এমআরআই রিপোর্ট অনুযায়ী পূর্ণ সুস্থতার জন্য খুব শীগগিরই অস্ত্রোপচার করাতে হবে তাকে। আর তাই মঙ্গলবারই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বল টেম্পারিংয়ের ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট ও অস্ট্রেলিয়ার ঘরোয়া অঙ্গনে নিষিদ্ধ আছেন স্মিথ। আইসিসি থেকে স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করা হলেও নিজ ক্রিকেট বোর্ড থেকে কঠোর শাস্তি পেয়েছেন তিনি। আগামী ২৮ মার্চ শেষ হচ্ছে এ নিষেধাজ্ঞা। তাই আন্তর্জাতিক ম্যাচে ফেরার আগে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার সুযোগটা কাজে লাগাতে চাইছেন এ অসি। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলেন তিনি।
বিশেষ করে আগামী বিশ্বকাপ দলে থাকার জন্য ম্যাচ অনুশীলনটা খুব করে চেয়েছিলেন স্মিথ। তবে এতে শুধু যে স্মিথেরই ক্ষতি হয়েছে তাও নয়। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্যও বড় ধাক্কা। কারণ দেশের হয়ে খেলার জন্য দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান শোয়েব মালিক ফিরে যাচ্ছেন। তাই মিডল অর্ডারে ঘাটতি দেখা দিচ্ছে দলটির।
আসরে প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের সঙ্গে ১৬ রান করলেও পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।
Comments