আশুলিয়ায় ‘পুলিশের সঙ্গে সংঘর্ষে’ ১০ পোশাক শ্রমিক আহত
নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০জন শ্রমিক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে।
আজ (১৩ জানুয়ারি) সকালে আশুলিয়ায় এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের সাভার সংবাদদাতা জানান, শ্রমিকরা সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়লে বেশ কয়েকজন পথচারীও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কয়েকশ পোশাক শ্রমিক ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় জড়ো হন। সেখানে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল থেমে যায়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সকাল সাড়ে ৯টার দিকে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে।
ঢাকা জোনের শিল্প পুলিশের সুপার সানা শামিনূর রহমান আমাদের সংবাদদাতাকে বলেন, পুলিশের হস্তক্ষেপের ফলে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
সাভার এবং আশুলিয়া এলাকায় ৫০টির বেশি তৈরি-পোশাক কারখানা আজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান শামিনূর।
Comments