মোটরসাইকেল ফিরে পেলেন শাহনাজ, ‘চোর’ আটক

অ্যাপভিত্তিক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহকারী আলোচিত নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া মোটরসাইকেলটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল চুরি হয়ে যাওয়ার পর আজ (১৬ জানুয়ারি) সেটি উদ্ধার করা হলো।
Shanaj
অ্যাপভিত্তিক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহকারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া মোটরসাইকেলটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রবীর দাশ

অ্যাপভিত্তিক রাইড শেয়ার করে জীবিকা নির্বাহকারী আলোচিত নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া মোটরসাইকেলটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল চুরি হয়ে যাওয়ার পর আজ (১৬ জানুয়ারি) সেটি উদ্ধার করা হলো।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় চোর সন্দেহে জোবাইদুল ইসলাম নামক এক যুবককে আটক করা হয়েছে এবং নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকা থেকে মোটরবাইকটি উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

ওই ঘটনার পর শেরেবাংলা নগর থানায় শাহনাজের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়, ১৫ জানুয়ারি জনি নামের রাইড শেয়ার চালক পরিচয়দানকারী এক যুবকের সঙ্গে শাহনাজের পরিচয় হয় এবং ওই যুবক তাকে এ সেবায় পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শাহনাজ এরপর শহরের বিভিন্ন জায়গা ঘুরে বিকালের দিকে রাজধানীর খামারবাড়ি এলাকায় ওই যুবকের সঙ্গে দেখা করলে, মোটরবাইকটি চালিয়ে দেখার কথা বলে কৌশলে সেটি নিয়ে সটকে পড়েন ওই যুবক।

 

Comments