সৌম্য-মুমিনুল বাদ, নামলেন নাফীস

Soumya Sarker
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

জাতীয় দলের হয়ে ছন্দে ছিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন রান। ঘরোয়া ক্রিকেটেও রানে ছিলেন তিনি। রাজশাহী কিংসের স্থানীয়দের মধ্যে অন্যতম বড় তারকা সৌম্যকে সহ-অধিনায়কও বানিয়েছিল দলটি। কিন্তু পাঁচ ম্যাচে রান না পাওয়ায় একাদশে জায়গা হারিয়েছেন তিনি।  একই অবস্থা মুমিনুল হকেরও। 

বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে একাদশে দেখা যায় নেই সৌম্য সরকার ও মুমিনুল হক। এই দুজনের জায়গা নিয়েছেন দুই অভিজ্ঞ  শাহরিয়ার নাফীস ও মার্শাল আইয়ুব। 

এবার বিপিএলে প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪ রান করে আউট হন সৌম্য। পরের ম্যাচে খুলনা টাইটান্সকে হারাতে ছিলেন ১১ রানে অপরাজিত। এরপরের তিন ম্যাচেও রান নেই সৌম্যের ব্যাটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের বিপক্ষে তিনি করতে পেরেছিলেন (০, ১৮ ও ২)।

সৌম্যর মত অতটা খারাপ অবস্থা না হলেও জুতসই রানে ছিলেন না মুমিনুলও। ৮, ৪৪, ৩, ১৪ ও ৭। গত পাঁচ ম্যাচে মুমিনুলের ইনিংসগুলো ছিল এরকম। 

মুমিনুল ও সৌম্যকে বাদ দেওয়ার কারণ অবশ্য তাৎক্ষণিকভাবে জানায়নি রাজশাহী।

এবার বিপিএলে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই রাজশাহী। পাঁচ ম্যাচের মধ্যে তারা হেরেছে তিনটিতেই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই পর্যায়ে জয়ের বিকল্প নেই দলটির।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago