যে ভাবনা থেকে ডানহাতে খেলার সাহস করেছিলেন ওয়ার্নার

ইনিংসের শেষ দিকে তখন দ্রুত রান বাড়ানো ভীষণ দরকার ছিল সিলেট সিক্সার্সের। বাঁহাতি ডেভিড ওয়ার্নার ক্রিস গেইলের অনেক উঁচু থেকে আসা অফ স্পিনে তেমন সুবিধা করতে পারছিলেন না। তখনই তার মাথায় খেলে যায় অন্য ভাবনা। তার মনে পড়ে যায় শখের গলফ তো খেলেন ডানহাতে। তবে ক্রিকেটেও কেন নয়!
David Warner
ডানহাতে ব্যাট করে ছক্কা মারছেন ওয়ার্নার। ছবি: ফিরোজ আহমেদ

ইনিংসের শেষ দিকে তখন দ্রুত রান বাড়ানো ভীষণ দরকার ছিল সিলেট সিক্সার্সের। বাঁহাতি ডেভিড ওয়ার্নার ক্রিস গেইলের অনেক উঁচু থেকে আসা অফ স্পিনে তেমন সুবিধা করতে পারছিলেন না। তখনই তার মাথায় খেলে যায় অন্য ভাবনা। তার মনে পড়ে যায় শখের গলফ তো খেলেন ডানহাতে। তবে ক্রিকেটেও কেন নয়!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে ওয়ার্নার যা করেছেন তাতে তাক লেগেছে ভরপুর গ্যালারি, প্রতিপক্ষ ক্রিকেটার, ম্যাচ কাভার করা সাংবাদিকদেরও।

১৯তম ওভারের প্রথম তিন বল থেকে মাত্র ২ রান নিতে পেরেছিলেন। চতুর্থ বল থেকেই বনে যান ডানহাতি। গার্ড নেন ডানহাতে, স্টান্স নেন ডানহাতি হিসেবেই। বাকি তিন বলে পুরাদস্তুর ডানহাতি হয়েছে মেরেছেন- ছয়, চার, চার। 

ম্যাচ শেষে জানিয়েছেন তার এই ডানহাতি বনে যাওয়ার পেছনে আছে গলফ খেলার অভ্যাস,  ‘ক্রিস অনেক উঁচু থেকে বল করছিল, লেন্থে করছিল। ওকে তাই মারতে পারছিলাম না, কাজটা কঠিন ছিল মারা। রান বাড়াতে তাই ভিন্ন কিছু ভাবতে যাই। আমি গলফ খেলি ডানহাতে। সেই ভাবনা থেকে চিন্তা করলাম ডানহাতে চেষ্টা করা যায়। আমি সৌভাগ্যবান যে বল ব্যাটে লেগেছে।’

আগের দিন মাত্র ৬৮ রানে অলআউট হওয়া সিক্সার্স এদিন লিটন দাস (৪৩ বলে ৭০) ও ওয়ার্নার (৩৬ বলে ৬১) ঝড়ে ১৮৭ রান করে ফেলে। ম্যাচ জিতে ২৭ রানে। ওয়ার্নার জানান একদিন আগের তেতো অভিজ্ঞতা সবাইকে ঝেড়ে ফেলে নামতে বলেছিলেন তিনি, ‘গত কালের ম্যাচ ভুলে (৬৮ রানে অলআউট হওয়া) নামতে পারা দরকারি ছিল বেশি। আমি সবাইকে বলেছিলাম সব ঝেড়ে নিজেদের সামর্থ্য দেখাতে। সেটাই কাজে দিয়েছে।’

 

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

10h ago