প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ফেসবুকে প্রতারণা, আটক ৫
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ওমর ফারুক (৩০), মোহাম্মদ সাব্বির হোসেন (২৪), মোহাম্মদ আল আমিন (২৭), মোহাম্মদ আমিনুল ইসলাম (২৫) এবং মোহাম্মদ মনির হোসেন (২৯)।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) এক বার্তায় বলা হয়, “র্যাবের অভিযানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারবর্গসহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভুয়া, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অপরাধে ৫জন সাইবার অপরাধী গ্রেপ্তার।”
Comments