উইকেট টার্নিং হলেই বরং উপভোগ করেন ভিলিয়ার্স

বিপিএলের ম্যাচগুলোতে টি-টোয়েন্টির চেনা মারকাটারি ইনিংসের দেখা মিলছে কম। উইকেট মন্থর, স্পিনাররা পাচ্ছেন বিস্তর টার্ন। দেশি-বিদেশি ব্যাটসম্যানদের কণ্ঠেও হাহাকার। তবে এবিডি ভিলিয়ার্স এসে বললেন একদম উলটো কথা। উইকেট নিয়ে কোন চিন্তাই নেই তার বরং উইকেটে টার্ন থাকলেই নাকি উপভোগ করেন তিনি।
AB de Villiers
রংপুরের অনুশীলনে ভিলিয়ার্স। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের ম্যাচগুলোতে টি-টোয়েন্টির চেনা মারকাটারি ইনিংসের দেখা মিলছে কম। উইকেট মন্থর, স্পিনাররা পাচ্ছেন বিস্তর টার্ন। দেশি-বিদেশি ব্যাটসম্যানদের কণ্ঠেও হাহাকার। তবে এবিডি ভিলিয়ার্স এসে বললেন একদম উলটো কথা। উইকেট নিয়ে কোন চিন্তাই নেই তার বরং উইকেটে টার্ন থাকলেই নাকি উপভোগ করেন তিনি।

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের নেটে সব ধরণের বলই খেলেছেন ভিলিয়ার্স। পাশাপাশি নেটে ব্যাট করছিলেন রাইলি রুশো। যদি টুর্নামেন্টের শুরু থেকেই আছেন রংপুর রাইডার্সের সঙ্গে। খেলেছেন ভালো ভালো ইনিংস। অনুশীলনের সময় গল্পে গল্পে তার কাছ থেকে ভিলিয়ার্স নিচ্ছিলেন উইকেট নিয়ে ধারণা।

তার খানিকক্ষণ আগে উইকেট নিয়ে প্রশ্নে অবশ্য নিজেকে রাখলেন নির্বিকার, ‘উইকেট নিয়ে আমার তেমন ভাবার নেই। এটা এমন এক ব্যাপার যার সম্পর্কে জানতে না চাওয়াই ভালো।’

উইকেট বাউন্সি, গতিময় হোক কিংবা মন্থর-টার্নিং। ভিলিয়ার্সের কাছে সবই যেন উপভোগের। যত চ্যালেঞ্জ ততই নাকি তার আনন্দ,  ‘আমার কাছে উইকেট বরাবরই ভাল। এখানে কিছু টার্ন হবে, তাতে আমি কিছু মনে করব না। উইকেটে টার্ন থাকলে খেলতে আমি সব সময়ই উপভোগ করি। সিলেটের সঙ্গে আমাদের শেষ ম্যাচটা আমি দেখেছি। উইকেট খুব ভাল ছিল। আশা করছি কালও তেমনটি থাকবে।’

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago