মনোনয়ন কিনে হঠাৎ আলোচনায় চিত্রনায়িকা মৌসুমী
হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় নায়িকা মৌসুমী। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৬ জানুয়ারি। মনোনয়ন কেনার পর থেকেই চারদিকে নানা আলোচনা শুরু হয়েছে। তাই সাংবাদিক সম্মেলন করে রাজনীতিতে আসা প্রসঙ্গে খোলামেলা কথা বললেন তিনি।
গতকাল (১৭ জানুয়ারি) এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি প্রকাশ্যে কখনো রাজনীতি করিনি। হঠাৎ করে মনোনয়ন কেনায় সবাই চমকে গিয়েছেন। অনেক কথা বলছেন। এ নিয়ে আমি ভাবছি না। আমি মনে করি রাজনীতি যে কোনো মুহূর্তে যে কেউ আসতে পারেন।”
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের রাজনীতিতে আসার আহবান করেছেন। তিনি তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভাও করেছেন। এগুলো দেখেই আমি রাজনীতিতে আসার সাহস পেয়েছি,” যোগ করেন মৌসুমী।
এদিকে তারেক জিয়ার সাথে নায়িকা মৌসুমীর একটি ছবি ভাইরাল হয়েছে। সেই প্রশ্নের জবাবে মৌসুমি বলেন, “একজন তারকা দেশের প্রয়োজনে যে কোনো সরকারের অনুষ্ঠানেই থাকতে পারে। তার মানে এই নয় তিনি ওই সরকারের দল করেন। আমি কোথাও কোনোদিন বলিনি যে আমি কোনো দল করি।”
তিনি জানান, “এবারই প্রথম জানালাম, আমি আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজ হাতে ৫০টি সংরক্ষিত আসনে এমপিদের নির্বাচন করবেন। তিনি এও বলেছেন এই বাছাই প্রক্রিয়া হবে নিরপেক্ষ। তাই আমি সাহস করে এগিয়ে এসেছি। আমার ইমেজ চলচ্চিত্র দিয়ে তৈরি করেছি। আমার নতুন করে কোনো পরিচিতি লাগবে না। সুযোগ পেলে আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশসেবা করতে চাই। মহিলা ও শিশুদের নিয়ে কাজ করতে চাই।”
মৌসুমী বলেন, “অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিলো এমপি হওয়ার। মানুষের জন্য কিছু করতে হলে একটি শক্ত প্লাটফর্ম দরকার হয়। তাই আমি আওয়ামী লীগের প্লাটফর্মে এসেছি। নিজের একটা ইমেজ আমি তৈরি করেছি। তাই রাজনীতিতে আসতে আমার বাড়তি কোনো কিছুর দরকার নেই বলে মনে করি।”
“প্রত্যেকেরই ব্যক্তিগত দর্শন থাকে। আমারও আছে। সেই দর্শন থেকেই প্রচারণায় ছিলাম না। কিন্তু, সমর্থন আমার নৌকাতেই ছিলো। এটা দলের হাইকমান্ড জানে। এটা নিয়ে কথা বলার কিছু নেই।”
“আর যেসব ভক্ত-দর্শক আমার রাজনীতিতে আসায় কষ্ট পেয়েছেন তাদের বলবো, আমি মৌসুমী নতুন করে আর কোনো মৌসুমী হবো না। আপনাদের ভালবাসায় এই অবস্থানে এসেছি, এবার দেশসেবা করতে চাই। আমার জন্য দোয়া করবেন।”
Comments