ঝড়ো ইনিংস দিয়ে ছন্দে ফিরলেন সাব্বির

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, গত কদিন ঘরোয়া ক্রিকেটেও পাননি রান। বিপিএলের প্রথম ছয় ম্যাচেও করেছিলেন হতাশ। মাথার উপর বেড়ে যাওয়া চাপ সাব্বির রহমান সরালেন সপ্তম ম্যাচে। ওপেন করতে নেমে খেলেছেন ৫১ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস।
Sabbir Rahman
ফিফটির পর সাব্বির। ছবি: ফিরোজ আহমেদ

শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ, গত কদিন ঘরোয়া ক্রিকেটেও পাননি রান। বিপিএলের প্রথম ছয় ম্যাচেও করেছিলেন হতাশ। মাথার উপর বেড়ে যাওয়া চাপ সাব্বির রহমান সরালেন সপ্তম ম্যাচে। ওপেন করতে নেমে খেলেছেন ৫১ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস।

সাব্বিরের অমন ব্যাটিং আর নিকোলাস পুরানের ঝড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ১৯৪ রান করেছে সিলেট সিক্সার্স। এই ম্যাচের আগে এবার ছয় ম্যাচে সাব্বির করেছিলেন মোট ৫৬ রান (৭, ০, ১২, ৬, ২০ ও ১১)।

শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং পায় সিলেট সিক্সার্স। আগের দুই ম্যাচের মতো লিটন দাসের সঙ্গে ওপেন করতে উঠেন তিনি। ঝড়ো তুলার ইঙ্গিত দিয়ে লিটন আউট হয়ে যাওয়ার পর পাখা মেলতে থাকেন সাব্বির।

প্রথমে থিতু হতে সময় নিচ্ছিলেন। প্রথম ২০ বলে করেন ২২ রান। পরে ৩৪ বলে পৌঁছান ফিফটিতে। ফিফটিতে পৌঁছেই করেছেন বিশেষ উদযাপন। সেজদাহ দিয়েছেন, হাতের ইশারায় অদ্ভুত ভঙ্গি করে মিটিয়েছেন ঝাল।

সবচেয়ে বড় ফিফটি করেই থামাননি ইনিংস। খেলা চালিয়েছেন শেষ পর্যন্ত। একদম শেষ ওভারে শফিউলের বলে তুলে মারতে গিয়ে শেষ হয় তার ৮৫ রানের ইনিংস। ৫১ বলের ইনিংসে মেরেছেন পাঁচটি চার আর আর হাফ ডজন ছক্কা।

সাব্বিরের দিনে শেষের ঝড় তুলেছেন নিকোলাস পুরান। ২৫ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কায় অপরাজিত ছিলেন ৪৭ রানে।

 

Comments