রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পেতে নিউইয়র্কে মামলা জানুয়ারিতেই
তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির দায়ে নিউইয়র্কের আদালতে চলতি মাসেই মামলা করা হবে। সাইবার অপরাধের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করা হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সচিবালয়ে আজ (২০ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ ফেরত আনার জন্যে নিউইয়র্কের আদালতে চলতি মাসেই মামলা দায়ের করা হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধীরা সুইফট পেমেন্টের মাধ্যমে নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে নেয়।
Comments