ঢাকার নিমতলি দেউড়ি এখন ‘ঐতিহ্য জাদুঘর’

নিমতলি দেউড়ি তার হারানো গৌরব কিছুটা হলেও যেনো ফিরে পেয়েছে। এশিয়াটিক সোসাইটির কল্যাণে এই স্থাপনার নতুন পরিচয় ‘ঐতিহ্য জাদুঘর’। ঢাকার মোঘল নায়েব নাজিমদের জন্য আড়াইশ বছর আগে নির্মিত প্রাসাদ ভবনের মুল অংশ সংরক্ষণের অভাবে ইতোমধ্যে ধ্বংস হয়ে গেলেও টিকে রয়েছে কেবল প্রধান প্রবেশদ্বারটি- যার নাম নিমতলির দেউড়ি। আসুন ঘুরে আসি নায়েব নাজিমদের সেই ভবন।

ভিডিওটিতে সবিস্তার

Comments