মোস্তাফিজই রাজশাহীর মূল ভরসা

স্থানীয় তরুণ খেলোয়াড়দের উপর ভরসা করেই চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল গড়েছিল রাজশাহী কিংস। তবে আশানুরূপভাবে নিজেরদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন দলের তরুণরা। তবে ব্যতিক্রম দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই ভালো খেলছেন তিনি। আগামী ম্যাচগুলোতেও এ পেসারই পার্থক্য গড়ে দিবেন এমন প্রত্যাশাই করছে দলটি।
ছবি: ফিরোজ আহমেদ।

স্থানীয় তরুণ খেলোয়াড়দের উপর ভরসা করেই চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল গড়েছিল রাজশাহী কিংস। তবে আশানুরূপভাবে নিজেরদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছেন দলের তরুণরা। তবে ব্যতিক্রম দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই ভালো খেলছেন তিনি। আগামী ম্যাচগুলোতেও এ পেসারই পার্থক্য গড়ে দিবেন এমন প্রত্যাশাই করছে দলটি।

অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের মূল ভরসা মোস্তাফিজ। অনেক ম্যাচেই প্রায় একক নৈপুণ্যেই টাইগারদের জয় এনে দিয়েছেন। চলতি বিপিএলেও শেষ ওভারে রংপুর রাইডার্সের মাত্র ৮ রানের লক্ষ্য আটকে দিয়েছেন দুর্দান্ত বোলিং করে। তার কাছ থেকে এমন আরও পারফরম্যান্স আশা করছেন দলের অভিজ্ঞ সতীর্থ মার্শাল আইয়ুব।

সিলেট থেকে ফিরে এক দিন বিরতির পর সোমবার থেকে আবার শুরু হতে যাচ্ছে বিপিএল। প্রথম দিনে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজশাহী। এ ম্যাচ জয়ে মোস্তাফিজের দিকেই তাকিয়ে রয়েছেন মার্শাল, ‘আর আমি মনে করি আমাদের সেরা শক্তি হচ্ছে মোস্তাফিজ। আপনি যদি আমাদের ম্যাচ দেখেন, ও আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। ও (মোস্তাফিজ) এবং মিরাজদের নিয়ে আমাদের বোলিং অ্যাটাক অবশ্যই ভালো। এটা আমাদের অনেক বড় দিক। মোস্তাফিজ রয়েছে, এটা আমাদের জন্য ভালো।’

তবে দলের আরেক ভরসা সৌম্য সরকার এখনও জ্বলে উঠতে পারেননি। কয়েকটি ম্যাচে ভালো শুরু পেলেও হঠাৎ আউট হয়ে উল্টো দলকে চাপে ফেলেছেন। তাই শেষ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল রাজশাহী। এমনকি মুমিনুল হকও প্রত্যাশা মেটাতে পারেননি। তবে খুব শীগগিরই এ দুই ব্যাটসম্যান ছন্দে ফিরবেন বলে আশা করছেন মার্শাল, ‘অবশ্যই ওরা (ব্যাটসম্যানরা) ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করবে, আগের ম্যাচ গুলোতে হয়তো হয়নি। পরের ম্যাচ গুলোতে বড় ইনিংস খেলবে। সৌম্য পরীক্ষিত খেলোয়াড়। নেটে ও অনেক কষ্ট করছে। আমরা আশাবাদী ও কামব্যাক করবে, ও আর মমিনুল।’

তবে সৌম্য-মুমিনুলদের বাজে পারফরম্যান্সে আগের ম্যাচে শাহরিয়ার নাফীস, মার্শালদের সুযোগ দেয় রাজশাহী। আর অভিজ্ঞদের সুযোগ লাগানোটা কাজেও লেগেছে তাদের। সিলেটে শেষ ম্যাচে উড়তে থাকা ঢাকাকে হারিয়েছে তারা। তাই আত্মবিশ্বাস বেড়েছে দারুণ। ফলে এবার শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে আগের ম্যাচের হারের প্রতিশোধ নিতে চায় দলটি।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

57m ago