বিশ্বের সবচেয়ে সুন্দর কুকুর মারা গেছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভেরিফাইড পেজ আছে তার নামে। সেখানে অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এছাড়াও ইনস্টাগ্রামে ৫ লাখ ৫৫ হাজার মানুষ তাকে দেখেন। ইন্টারনেটে তার সুন্দর সুন্দর ছবি লাখ লাখ মানুষের মন কেড়েছে।
এই বিপুল তারকাখ্যাতি পাওয়া ‘বো’ কোনো মানুষ নয়। অনুসারীর হিসাব অনুযায়ী বো পৃথিবীর সবচেয়ে ‘কিউট’ কুকুর। গতকাল শনিবার সে মারা গেছে।
বো’র ফেসবুক পেজের মাধ্যমেই তার মৃত্যুর কথা জানিয়েছেন মার্কিন মালিক দম্পতি। এ খবরে কুকুরপ্রেমী অনেকেই শোক প্রকাশ করেছেন।
বোয়ের মালিক লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বো আজ সকালে ঘুমের মধ্যে মারা গেছে। মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। তবে আমাদের সান্ত্বনা, সে কষ্ট আর অস্বস্তি থেকে মুক্তি পেয়েছে।”
বাডি নামের আরেকটি কুকুরের সঙ্গে বো’র ভীষণ বন্ধুত্ব ছিল। গত বছর মারা যায় বাডি। ১২ বছর বয়সে মারা গেল বো।
Comments