চার বছর আগের মামলায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আওয়ামী লীগকে ‘নাস্তিকদের দল’ বলার অভিযোগে চার বছর আগে এই মামলা করা হয়েছিল।
খালেদা জিয়া। ফাইল ছবি

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আওয়ামী লীগকে ‘নাস্তিকদের দল’ বলার অভিযোগে চার বছর আগে এই মামলা করা হয়েছিল।

অভিযোগের তদন্ত প্রতিবেদন শাহবাগ থানা থেকে দাখিলের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আজ রোববার খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা বাস্তবায়নের ব্যাপারে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

আওয়ামী লীগ সমর্থক সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেছিলেন। পরে আদালত খালেদার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা বলেছিলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় নয় নাস্তিকতায় বিশ্বাস করে। শুভ বিজয়া উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার জন্যও আওয়ামী লীগকে অভিযুক্ত করেও বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার এই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago