রাবি’র ছাত্রলীগ নেতা ছুরিকাহত, আটক ১
বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক শীর্ষ নেতাকে ক্যাম্পাসে গত রাতে (২০ জানুয়ারি) ছুরিকাহত করা হয়েছে।
আমাদের রাবি সংবাদদাতা জানান, ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদকে ছুরিকাহত করা হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আট থেকে ১২ জনের একটি দল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাছে ইমতিয়াজের ওপর হামলা চালায়।
এর আগে সন্ধ্যায় কাজলা গেট এলাকায় ইমতিয়াজ স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলো বলেও উল্লেখ করেন তারা।
ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সভাপতি গোলাম কিরবিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “স্থানীয় যুবকরা ইমতিয়াজের ওপর হামলা চালায়।” এ ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
আটক ব্যক্তির নাম আরিফ ইশতিয়াক রোমেন। কাজলার অধিবাসী রোমেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী।
মোতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ইমতিয়াজের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এবং প্রোক্টর লুৎফর রহমানের উপস্থিতিতে রাত ১০টা ২০ মিনিটে হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে তিনি জানান।
Comments