সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির ১২ বছরের সাজা সুপ্রিম কোর্টে বহাল
দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে হাইকোর্টের দেওয়া ১২ বছরের সাজার রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ (২২ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওসমান গনির আপিল আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ওসমান গনির বিরুদ্ধে নিম্ন আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদ বিবরণীতে তা উল্লেখ না করায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে ১২ বছরের সাজা দেন নিম্ন আদালত।
২০০৮ সালের ৫ জুন বিশেষ জজ আদালত-১০ এর বিচারক একেএম আরিফুর রহিম ওসমান গনিকে ওই সাজা দিয়েছিলেন।
Comments