তাসকিন-সাব্বিরদের সুযোগ দেখছেন মাশরাফি

আসর যতো গড়াচ্ছে ক্রমেই ততো জ্বলে উঠছেন স্থানীয় তারকারা। যাদের অনেকেই আবার অনেক দিন থেকেই ছিলেন অফফর্মে। স্থানীয় খেলোয়াড়দের জ্বলে ওঠায় দারুণ খুশী বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও সাব্বির আহমেদের ফেরার ব্যাপারে অনেকটাই আশাবাদী অধিনায়ক।
ছবি: ফিরোজ আহমেদ

আসর যতো গড়াচ্ছে ক্রমেই ততো জ্বলে উঠছেন স্থানীয় তারকারা। যাদের অনেকেই আবার অনেক দিন থেকেই ছিলেন অফফর্মে। স্থানীয় খেলোয়াড়দের জ্বলে ওঠায় দারুণ খুশী বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও সাব্বির আহমেদের ফেরার ব্যাপারে অনেকটাই আশাবাদী অধিনায়ক।

অবশ্য আসরের শুরুতে প্রায় সব স্থানীয় খেলোয়াড়ই সংগ্রাম করেছেন। দুই এক ম্যাচ পর থেকেই জ্বলে উঠতে শুরু করেন তাসকিন। ধারাবাহিক পারফর্ম করছেন শফিউল। আর মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের হয়ে দারুণ খেলেছেন সাব্বির।

তবে আসর শেষ হতে এখনও অনেক বাকী। শেষ পর্যন্ত এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাদের কেউ ব্যাকআপ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারেন বলেই মনে করেন মাশরাফি, ‘আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। সবমিলিয়ে যদি দেখেন তাহলে এমন বড় পরিবর্তন আসার কথা না। কিছু জায়গা আছে এরা যদি ভালো করে সুযোগ থাকবে। এখন আরও তো টুর্নামেন্ট বাকি আছে।’

তাসকিন ও শফিউল ধারাবাহিকতা ধরে রাখতে পারলেও সাব্বির খেলতে পেরেছেন মোটে একটি ইনিংস। তাই জাতীয় দলে ফিরতে তার কাছ থেকে আরও ভালো কিছু ইনিংস চান মাশরাফি, ‘এখনও বলার মত কিছু বলব না। তবে শেষ ম্যাচে আমাদের সঙ্গে সেই ইনিংসটা খেলেছে। ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছি, ওর যে সামর্থ্য আছে এই টাইপের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে আশাটা অনেক। আশা করি ও ধারাবাহিক হবে।’

এখনো নিষেধাজ্ঞা শেষ হয়নি, এরমধ্যে এক ম্যাচেই সাব্বিরের ফেরার গুঞ্জনটা একটু বেশি হয়ে গেল কিনা জানতে চাইলে মাশরাফি বললেন, ‘আসার কথা বলছি না। টপ অর্ডার থেকে ছয় নম্বর পর্যন্ত দেখেন তাহলে মনে হয় বড় বদলের সুযোগ আছে। হয়তো বাড়তি বোলার, দুইজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওদের নিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। এখানে বাড়তি ব্যাটসম্যানের ক্ষেত্রে সাব্বির আছে, মোসাদ্দেক আছে। ওদের মধ্যে যে ভালো করে তাদের চান্স বাড়বে।’

তবে শুধু পেসার ও ব্যাটসম্যানদের কথাই বলেননি অধিনায়ক, পাশাপাশি স্পিনারদেরও সুযোগ দেখছেন তিনি, ‘স্পিনারদের সুযোগ আছে। সাকিবের বিকল্প একজন স্পিনার যায়, অপু আছে, নাঈমও ভালো করছে। এমন কয়েকজনের সুযোগ আছে আমার মনে হয়। যদি আপনি ভালোভাবে দেখেন, কিছু কিছু জায়গায় ব্যাক আপের জন্য ফাঁকা আছে। এখন নির্ভর করছে ওরা কেমন পারফর্ম করে।’

চলতি আসরে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত সর্বাধিক ১৪টি উইকেট নিয়ে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের তাসকিন। যদিও এক ম্যাচ বেশি খেলে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ উইকেট নিয়ে তার পরেই আছেন শফিউল। আর সাত ম্যাচে ১৪১ রান করেছেন সাব্বির। রংপুরের বিপক্ষে ৮৫ রানের দারুণ একটি ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে বর্তমানে ছয় মাসের নিষেধাজ্ঞায় আছেন এ ক্রিকেটার।

Comments

The Daily Star  | English

Extreme weather events threatening food security

Since May last year, Bangladesh faced more than a dozen extreme weather events -- four cyclones, nine incidents of floods, and multiple spells of heavy rains, heatwaves, and cold waves -- and now they threaten food security..These events not only harmed individual farmers and food security

1h ago