লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন এবং চালকসহ মোট ৭ জন নিহত হয়েছেন। আজ (২৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক শাহজাহান খান জানান, ভোর ৫টার দিকে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ মহাসড়কে রতনপুর এলাকায় একটি সিএনজি-চালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়।
চালকসহ নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলেও জানান তিনি।
নিহতরা হলেন শাহ আলম (৪৫), তার স্ত্রী নাসিমা আক্তার (৩৮), বোন রোকেয়া বেগম (২৯), মা শামসুন্নাহার (৬০), ছেলে রুবেল (১৭), নাতি অমিত (৩)। তারা সবাই নোয়াখালীর বেগমগঞ্জের অধিবাসী। এছাড়াও, নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক নুরু (৩৮)।
Comments