ইউনিপে টু ইউ’-এর ছয় কর্মকর্তার ১২ বছরের জেল
১ হাজার ৩শ’ ৫১ কোটি টাকা অর্থপাচারের মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ‘ইউনিপে টু ইউ’-এর চেয়ারম্যানসহ ছয় কর্মকর্তাকে ১২ বছরের জেল দিয়েছেন আদালত।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২৭২ কোটি টাকা জরিমানাও করেছেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন।
শাস্তি পাওয়া ছয় জন হলেন- ইউনিপে টু ইউ’-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসীর হোসেন, চেয়ারম্যান মো. শহীদুজ্জামান শহীদ, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, সাধারণ ব্যবস্থাপক এএম জামশেদ রহমান, উপদেষ্টা মঞ্জুরুল এহসান চৌধুরী এবং পরিচালক এইচএম আরশাদ উল্লাহ।
এদের মধ্যে মুনতাসীর, আরশাদ উল্লাহ এবং জামশেদ করাগারে রয়েছেন। বাকিরা পলাতক।
এর আগে, ২০১১ সালের ২৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তথাকথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মাধ্যমে জনগণের টাকা আত্মসাতের জন্য ইউনিপে টু ইউ’-এর এই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দেয়।
মামলার প্রথম তদন্ত প্রতিবেদন (এফআইআর) বলছে, এই অভিযুক্তরা ক্রয়ের ওপর উচ্চলাভের প্রতিশ্রুতি দিয়ে লোকজনকে স্বর্ণে বিনিয়োগ করতে প্ররোচিত করতো।
মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। এই মামলায় মোট ২৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
Comments