শীর্ষে থেকেই ঘরের মাঠে নামছে চিটাগং
জ্বলে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এর মধ্যেই ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্ব শেষ হয়েছে তিনটি। কিন্তু কাগজে কলমে এখনও নকআউট পর্বে খেলার সুযোগ রয়েছে সবগুলো দলের। আজ শুক্রবার থেকে এ আসর শুরু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। আর শীর্ষে থেকেই নিজেদের নগরীতে মাঠে নামছে চিটাগং ভাইকিংস।
সাত ম্যাচে সর্বোচ্চ ছয়টি জয় পেয়েছে চিটাগং। আর আট ম্যাচে সমান পাঁচটি করে জয় নিয়ে তাদের পরেই আছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান সংখ্যক ম্যাচে চারটি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স দুটি জয় নিয়ে রয়েছে তালিকার তলানিতে। তবে সিলেট আট ম্যাচ খেললেও খুলনা খেলেছে নয়টি ম্যাচ।
চট্টগ্রামে পাঁচদিনে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১০টি। এ পর্ব শেষেই অনেকটা জানা যাবে কারা যাচ্ছে শেষ চারে। আর তা হলেও পেন্ডুলামের মতো দুলে থাকবে দুই একটি দল দল। কারণ চট্টগ্রামেই নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলবে রাজশাহী কিংস। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকী সবার ম্যাচ থাকবে একটি। ফলে নকআউট পর্বের চার দল না হলেও দুই-তিনটি দল নিশ্চিত হয়ে যাবার সম্ভাবনাই বেশি। তবে হয়তো বাকী থাকতে পারে স্থান নির্ধারণের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে। এই রংপুরকে হারিয়েই এবার বিপিএল শুরু করেছিল বন্দর নগরীর দলটি।
চলতি আসরে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো খেলছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম। সাত ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি সহ ২৭৭ রান করেছেন। সব মিলিয়ে তার উপরে আছেন কেবল রংপুরের প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। আট ম্যাচে করেছেন ৩৫৯ রান। তবে বল হাতে শীর্ষে আছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। পেয়েছেন ১৭টি উইকেট। দ্বিতীয় স্থানেও আছেন এক স্থানীয়। ১৬টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
চিটাগং ভাইকিংস ৭ ৬ ১ ১২ ০.৩৩৯
ঢাকা ডায়নামাইটস ৮ ৫ ৩ ১০ ১.৩৬১
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ৫ ৩ ১০ -০.০৩৭
রংপুর রাইডার্স ৮ ৪ ৪ ৮ ০.২৬৪
রাজশাহী কিংস ৮ ৪ ৪ ৮ -০.৩৪৯
খুলনা টাইটান্স ৯ ২ ৭ ৪ -০.৬৫৩
সিলেট সিক্সার্স ৮ ২ ৬ ৪ -০.৮৪২
Comments