কুমিল্লায় নিহত ১৩ শ্রমিক পরিবারকে ১ লাখ টাকা করে দেবে সরকার
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার কয়লাবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ইটভাটার ১৩ শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
আজ (২৬ জানুয়ারি) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, পাশাপাশি আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান এ জনসংযোগ কর্মকর্তা।
উল্লেখ্য, শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হন। আহত হন আরও চারজন।
Comments