নারায়ণগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার ছাতিয়ান এলাকায় ওই ঘটনার পর শনিবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের বরাতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, বৃহস্পতিবার উপজেলার ছাতিয়ান এলাকায় নানার বাড়ীতে বেড়াতে আসে ওই স্কুল ছাত্রী। শুক্রবার রাতে নানার বাড়ির পাশের একটি দোকান থেকে খাবার কিনে ফেরার পথে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মৃদুল হাসান (২২) তার দুই সহযোগী সিয়াম (২০) ও নিজাম উদ্দিন (২২) মিলে ওই ছাত্রীকে হাত মুখ বেঁধে তুলে নিয়ে একটি বাঁশঝাড়ে ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মৃদুল ও তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এছাড়াও ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক জানান, কারা পুলিশের সদস্য হলেও আইন সকলের জন্য সমান। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এ বিষয়ে জানানোর জন্য প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments