রোচ, হোল্ডারের পর চেজের তেজে পিষ্ট ইংল্যান্ড

West Indies
বার্বাডোজে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর উইন্ডিজ। ছবি: ফিরোজ আহমেদ

ইংল্যান্ডের প্রথম ইনিংস একশো’র নিচে গুঁড়িয়ে দিয়েছিলেন কেমার রোচ। আটে নেমে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি করে অধিনায়ক জেসন হোল্ডার চাপিয়েছিলেন বিশাল রানে বোঝা। এরপরের কাজটা সেরেছেন রোস্টন চেজ। তার স্পিনের মায়াজালে বিভ্রান্ত হয়ে ব্রিজটাউনে লুটিয়ে পড়েছে ইংলিশরা।

বার্বাডোজের ব্রিজটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়েছে উইন্ডিজ। ম্যাচ শেষ হয়েছে চারদিনেই। ডাবল সেঞ্চুরি করা হোল্ডার হয়েছেন ম্যাচ সেরা।

শনিবার চতুর্থ দিনে হাতে সব উইকেট নিয়েই প্রতিরোধ লড়াইয়ে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু মাথার উপর যে ৬২৮ রানের বিশাল লক্ষ্য। সে দিকে না হয় না তাকিয়ে ড্র’র কথা চিন্তা করা যেত। কিন্তু তাতেও দুই দিনের বেশি ব্যাট করার দরকার ছিল তাদের। ইংলিশরা দ্বিতীয় ইনিংস ব্যাট করতে পেরেছে ৮০ ওভার পর্যন্ত। অলআউট হয়েছে ২৪৬ রানে।

ইংলিশদের দ্বিতীয় ইনিংস মুড়ে দিতে ৬০ রানে ৮ উইকেট নেন অফ স্পিনার রোস্টন চেজ।

এর আগে উইন্ডিজের করা প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাবে মাত্র ৭৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৭ রানে ৫ উইকেট নিয়ে সেই ইনিংসে ইংলিশদের যমদূত ছিলেন পেসার কেমার রোচ।

বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ যা করেছে তা বোধহয় ভাবেনি কেউই। বিশেষ করে একাই ম্যাচের গতিপথ বদলে দেন হোল্ডার। ১২০ রানে ৬ উইকেট পড়ার পর শেন ডওরিচের সঙ্গে মিলে গড়ে তুলেন ২৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি। আট নম্বরে নেমে খেলেন অপরাজিত ২০২ রানের ইনিংস। ডওরিচও করেন সেঞ্চুরি। সে ইনিংসে ৪১৫ রান করে উইন্ডিজ ইনিংস ঘোষণা করলে ৬২৮ রানের বোঝা চাপে ইংলিশদের উপর। খেলার তখনও বাকি দুইদিনের বেশি।

এত চাপ সামলে আর ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি সফরকারীদের।

 

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

26m ago