ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় ২১ জনের মৃত্যু

Philippines Photo
২৭ জানুয়ারি ২০১৯, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো নামক এলাকায় অবস্থিত ক্যাথলিক গির্জায় জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। ছবি: এপি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের এক গির্জায় প্রার্থনা চলার সময় জোড়া বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু ও আরও প্রায় ৭১ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত সপ্তাহে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছিল।

দেশটির সুলু প্রদেশের জোলো নামক এলাকায় অবস্থিত ওই ক্যাথেড্রালের ভেতরে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই, ক্যাথেড্রালের বাইরে গাড়ি পার্কিং করে রাখার স্থানে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় এবং এতে সামরিক ও বেসামরিক লোকজন নিহত হন বলে জানান কর্মকর্তারা।

এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

গণভোটে জয়ের পর গত শুক্রবার ক্যাথলিক খ্রিস্টান প্রধান ফিলিপাইনের এই অঞ্চলটি আগামী ২০২২ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের পরিকল্পনা গ্রহণ করে।

ওই গণভোটে প্রায় ৮৫ শতাংশ ভোটার ‘বাংসামোরো’ নামক স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিলেও অল্প যে কয়েকটি এলাকা স্বায়ত্তশাসন প্রত্যাখ্যান করেছে সুলু তার মধ্যে অন্যতম।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এ হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে স্থানীয় জনগণকে ‘সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে বিজয়ী’ হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago