বাসে বসে অনুপমের গান লিখেছেন বিশাল
কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় নিজেই লিখেন গান লিখেন, সুর করেনও নিজে। অন্যের লেখা ও সুরে তাকে তেমন পাওয়া যায় না।
কিন্তু, এবার বাংলাদেশের গীতিকবি ওমর ফারুক বিশালের লেখা ও রবিন ইসলামের সুরে ‘পারছি তো খুব’ শিরোনামের একটি গান গেয়েছেন।
অনুপম রায় বলেন, “গানটির কথায় একটি বার্তা আছে, যা আমাকে মুগ্ধ করেছে। কথার পাশাপাশি গানটির সুর-সংগীত ভালো লেগেছে। গানের গীতিকবি বিশালের জন্য শুভকামনা।”
গানটি নিয়ে ওমর ফারুক বিশাল দ্য ডেইল স্টার অনলাইনকে বলেন, “প্রায় চার মাস আগে গানটি লিখেছিলাম। রাজারবাগ পুলিশ লাইন্স থেকে বাসে করে সাতরাস্তার আসার মধ্যেই গানটি লিখেছিলাম। সেদিন ২৫ থেকে ৩০ মিনিট লেগেছিলো গানটি লিখতে।”
অনুপমের গাওয়া ‘পারছি তো খুব’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছে।
Comments