ডেটা ও ভয়েস প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন
মোবাইল ফোনে ডেটা ও ভয়েস প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক যে প্যাকেজ বা বান্ডেল কিনুক না কেন তার মেয়াদ তিন দিনের কম হতে পারবে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
মোবাইল ফোন অপারেটরদের দেওয়া সর্বশেষ এই নির্দেশনায় প্যাকেজ বা বান্ডেলের সর্বোচ্চ মেয়াদ নিয়ে কিছু বলা হয়নি।
এর আগে ২৪ জানুয়ারি ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল বিটিআরসি। তখন বলা হয়, একজন গ্রাহক ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই সীমা অতিক্রান্ত হলে গ্রাহককে প্যাকেজ কিনে ইন্টারনেট ব্যবহার করতে হবে। অটো–রিনিউয়াল অপশন চালু থাকলে মেয়াদ বা পরিমাণ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে।
Comments