ভারতে প্রাণ বেভারেজের দুই কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে কলকাতায় কর্মরত দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী সিআইডি। গত ২৫ জানুয়ারি কলকাতার অদূরে নিউটাউন এলাকার প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার সিআইডি সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে বিদেশি নাগরিক গ্রেপ্তার করা হলেও সরকারিভাবে কোনো বিবৃতি দিতে রাজি হয়নি সংস্থাটি।
গ্রেপ্তার হওয়া দুজনের একজন রাজেশ ঘোষ প্রাণ বেভারেজ ইন্ডিয়া লিমিটেডের একজন পরিচালক এবং বিধান কীর্তনিয়া নামে অপরজন প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রাণ বেভারেজের ইন্ডিয়ার কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
সিআইডি সূত্র দিয়ে কলকাতার এবিপি আনন্দ নামের একটি চ্যানেলের খবরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি নাগরিক। সম্প্রতি তাদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জমা হয়।
অভিযোগে বলা হয়, তারা লটারি সংস্থার নামে প্রতারণা করতেন। সিআইডি সেই অভিযোগের তদন্ত শুরু করে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে লটারির নামে টাকা তুলে সেই টাকা দুবাই এবং পাকিস্তানে হুন্ডি করে পাঠানো হতো। এই চক্রের সঙ্গেই জড়িত ছিলেন প্রাণের ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানটির এই দুই কর্মকর্তা।
Comments