রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (২৭ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দর সড়ক এলাকায় দু’জন পথচারী এবং খিলক্ষেতের তিনশো-ফিট রাস্তায় অপরজন নিহত হন।
accident

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (২৭ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দর সড়ক এলাকায় দু’জন পথচারী এবং খিলক্ষেতের তিনশো-ফিট রাস্তায় অপরজন নিহত হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নিহত দুই পথচারী হলেন- ডালিম (২০) ও মোবারক (৩০)। 

বিমানবন্দর থানার এসআই শ্রিদাম চন্দ্র রায় জানান, বিমানবন্দর সড়কে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গেলে মোবারক ও ডালিম ঘটনাস্থলেই  মারা যান।

তবে, এ ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে বলেও জানান এস আই শ্রিদাম।

এদিকে, রাজধানীর খিলক্ষেত তিনশো-ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে একজন নিহত এবং সাগর (২০) ও কামরুল (২২) নামে অপর দু’জন গুরুতর আহত হয়েছেন।

নিহত বুলবল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মওগাপাড়া গ্রামের রজব আলীর ছেলে।

খিলক্ষেত থানার এসআই মো. শাজাহান কবির জানান, একটি সিএনজি দুমড়ে মুচড়ে পরে আছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সিএনজির নিচ থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বুলবুলকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনাটির কোনো কারণ জানা যায়নি জানিয়ে এস আই শাজাহান বলেন, বুলবুলের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English
infighting in BNP after Hasina's fall

Talks with political parties: Govt to sit first with BNP on Saturday

The interim government dialogue with political parties will start with BNP at 2:30pm on Saturday

17m ago